আপনার জিজ্ঞাসা ?
কোর্স সম্পর্কিত
কি কি কোর্স আছে ?
আমাদের আছে ৩ ধরনের কোর্স-
১) কমপ্লিট কোর্স
২) সিঙ্গেল কোর্স
৩) প্যাকেজ কোর্স
সময়সীমা
আপনাদের কোর্সের সময়সীমা কতো ?
সময়সীমা স্টুডেন্ট এর উপর নির্ভর করে।সর্বনিম্ন ৮ দিন থেকে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে ।
কোর্স ফি
টোটাল কোর্স ফি কতো ?
কোর্স সম্পর্কে জানতে লিংকে ক্লিক করুন-টোটাল কোর্স ফি কতো ? কোর্স সম্পর্কে জানতে লিংকে ক্লিক করুন- https://www.lookbd.net/courses/
কোর্স ফি দেওয়ার পর আলাদা কোন খরচ আছে কি ?
কম্বো কোর্স ব্যতীত অন্যান্য কোর্সগুলোতে আনুসাঙ্গিক প্রয়োজনীয় ইন্সট্রুমেন্ট স্টুডেন্টদের নিজ খরচে নিয়ে আসতে হবে।
আপনাদের কোর্সগুলো এতো কস্টলি কেন ?
আমরা আমাদের স্টুডেন্টদেরকে একজন স্কিল হেয়ারএক্সপার্ট হতে গুরত্বসহকারে এককভাবে ক্লাসের ব্যাবস্থা করে থাকি , যাতে করে সে পৃথিবীর যেকোনো প্রান্তে একজন হেয়ার এক্সপার্ট হিসেবে নিজের কর্মসংস্থানের ব্যাবস্থা করতে পারে।
ট্রেইনার
আপনাদের ট্রেইনার কারা ?
আমাদের রয়েছে দেশ এবং দেশের বাইরে দীর্ঘদিন অভিজ্ঞতাসম্পন্ন সুদক্ষ ট্রেইনার যারা বিষয়ভিত্তিক ট্রেনিং এ অত্যন্ত পারদর্শী এবং যত্নশীল ।
ক্লাস সম্পর্কিত
আমি কি আমার পছন্দের টাইম অনুযায়ী ক্লাস নিতে পারব ?
জ্বি ! পারবেন ।
ক্লাস মিস করলে আপনাদের কি কোন নিয়ম-কানুন আছে ?
নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত হতে না পারলে ক্লাসটি বাতিল বলে গণ্য হবে । পরবর্তীতে বিশেষে বিবেচনায় ১০০০/- জরিমানা সাপেক্ষে ক্লাসটি দেওয়া যেতে পারে।
এতো কম সংখ্যক ক্লাসে কি পুরোপুরি শিখতে পারবো ?
অবশ্যই পারবেন। আমাদের সিলেবাস এমনভাবে সেট করা এবং আমাদের রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন ট্রেইনার, তাদের যত্নশীল দিকনির্দেশনায় আপনি হয়ে উঠবেন একজন হেয়ার এক্সপার্ট।
আমি কি প্রতিদিন ক্লাস করতে পারবো ?
জ্বি! অবশ্যই পারবেন।
সার্টিফিকেট সম্পর্কিত
ক্লাস কমপ্লিট করার পর সার্টিফিকেট দেওয়া হবে?
দেওয়া হবে।
সার্টিফিকেট দিয়ে আমরা বিদেশ গিয়ে ভেরিফাইড করাতে পারবো?
জ্বি ! পারবেন ।
সার্টিফিকেট এর মূল্যায়ন কতটুকু ?
এই সার্টিফিকেট আপনার ট্রেনিং এর মাধ্যমে দক্ষতা অর্জনের সত্যতা যাচাইয়ে প্রমানপত্র হিসেবে কাজ করবে এবং বিদেশে কর্ম সংস্থানে বিশেষ ভুমিকা রাখবে ।
ভর্তি প্রক্রিয়া
ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে ?
নির্ধারিত কোর্স ফি এর সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্ট/ NID এর ফটোকপি লাগবে ।
সার্টিফিকেটের
এখান থেকে ট্রেইনিং করে বিদেশ গিয়ে কাজ করতে পারবো ?
জ্বি ! পারবেন । আমাদের ইনস্টিটিউটে যারা সাধারণত বিদেশে যেতে ইচ্ছুক তারাই বেশি ভর্তি হয়ে থাকেন ।
থাকার ব্যবস্থা
কেউ দূর থেকে এসে ভর্তি হলে তার জন্য থাকার ব্যবস্থা আছে কি ?
না নেই । তবে কেউ চাইলে তার নিজ খরচে থাকার ব্যবস্থা করে দেওয়া যেতে পারে।
ঠিকানা
আপনাদের ইনস্টিটিউটের ঠিকানা ?
আমাদের ঠিকানা –
LOOK Institute ™
১৮/১, রিংরোড, (রেডরেস রেস্টুরেন্টের বিল্ডিং) মোহাম্মদপুর,ঢাকা।
ফোন:+8801817752240
আপনাদের ইনস্টিটিউটের আর কোথাও কোনো শাখা রয়েছে?
আমাদের ইনস্টিটিউট এর আর কোনো শাখা নেই ।